কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে?
পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্তা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়্ আবার যে পানিতে কঠিন বস্তু (লবণ) বেশি পরিমাণে দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমান কম। যেমনঃ সমুদ্রের পানিতে কঠিন বস্তুৃ (লবন) দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে থাকে না। ফলে সমুদ্রের পানি এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
প্রশ্নঃ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ নদীর পানিতে।
জেনে নিতে ক্ষতি কি? জেনে নিনঃ
আরো পড়ুনঃ ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
আরো পড়ুনঃ মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুকাল কত দিন?
আরো পড়ুনঃ সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
আরো পড়ুনঃ প্রোটিন কি দিয়ে তৈরী হয়?
আরো পড়ুনঃ ইনজেকশন দেওয়ার সময় হাওয়া ঢুকে গেলে কী সমস্যা হয়?
আরো পড়ুনঃ ২০ টি অবাক করা তথ্য মানুষের শরীর নিয়ে
আরো পড়ুনঃ আবাসিক হোটেলে ভুলেও এই কাজ গুলো করবেন না
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল/পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ই-মেইলঃ hello2mrm@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।