পদ্মা সেতু বাঁকা কেন? পদ্মা সেতু সোজা না হয়ে বাঁকা কেন-জব ভাই
আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে? যে পদ্মা সেতু বাঁকা কেন? যদি ইন্জিনিয়াররা চাইতো তবে তো সোজা রাখতে পারতো কিন্তু বাঁকা রাখার কেনো দরকার?
পদ্মা সেতু সোজা রাখলে কি ক্ষতি হতো? কেনো পদ্মা সেতু বাঁকা করে তৈরী করা হলো? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পোষ্ট। তো চলুন শুরু করা যাক....
পদ্মা সেতু বাঁকা কেন?
পদ্মা সেতু অনেক দীর্ঘ। ৬.১৫ কিলোমিটার। এত লম্বা পথ যদি সরলরেখার মতো সোজা হয়,তাহলে গাড়ির চালকরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়েন। চালকদের হাত স্টিয়ারিংয়ে না-ও থাকতে পারে। একটু বাঁকা সেতুতে গাড়ির চালকদের হাত স্টিয়ারিংয়ের ওপরে থাকবে এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাবে। ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ গুগোল নিউজ এ আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন। আমাদের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পোষ্টটি কেমন? মতামত জানানঃ